ছবিতে দেখুন রূপগঞ্জের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পর ধ্বংসস্তূপ থেকে আরও ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে অগ্নিকাণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়াল।
-
কারখানা আগুনে এভাবে জ্বলতে দেখা যায়। ছবি: জাগো নিউজ
-
আজ দুপুরে ঘটনাস্থলে সাংবাদিকদের অগ্নিকান্ডে বিভিন্ন তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন। তিনি বলেন, ‘পাঁচ অ্যাম্বুলেন্সে করে আমরা ৪৯ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছি, ময়নাতদন্তের জন্য। ছবি: জাগো নিউজ
-
অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ নিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: জাগো নিউজ
-
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর ছয়তলা ভবনের চতুর্থতলা পর্যন্ত প্রবেশ করা গেছে। সেখান থেকেই এতোগুলো মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলের ওই অগ্নিকাণ্ডে কারখানা ভবন থেকে লাফিয়ে পড়ে তখনই তিনজনের মৃত্যু হয়। ছবি: জাগো নিউজ