ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মহাখালী সাততলা বস্তি
আজ ভোররাতে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়েছে বস্তির শতাধিক ঘর-বাড়ি।
-
ভয়াবহ আগুনে পুড়েছে মাহাখালীর সাততলা বস্তি। ছবি: জাগো নিউজ
-
পুড়ে যাওয়া বসতভিটার মাঝে দাঁড়িয়ে আছেন বস্তিবাসী। ছবি: জাগো নিউজ
-
সবশেষ সোমবারের (৭ জুন) আগুনে বস্তির প্রায় শতাধিক ঘরে পুড়ে ছাই হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। সঙ্গে পুড়ে গেছে ঘরে থাকা অনেক আসবাবপত্রও। ছবি: জাগো নিউজ
-
আগুন নিয়ন্ত্রণের পর সরেজমিনে সাততলা বস্তিতে গিয়ে অবৈধ গ্যাস সংযোগের চিত্র দেখা যায়। ছবি: জাগো নিউজ
-
সরেজমিনে দেখা যায়, সাততলা বস্তির ভেতর ছোট ছোট চিপা গলিতে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অবৈধ গ্যাস লাইন। ছবি: জাগো নিউজ
-
পায়ে হাঁটা রাস্তার ওপর দিয়ে অরক্ষিতভাবে নেয়া হয়েছে অধিকাংশ অবৈধ গ্যাস সংযোগের লাইন। এসব লাইনের ওপর দিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত চলাচল করে। ছবি: জাগো নিউজ
-
আবার অনেকের রান্নার চুলাও বসানো হয়েছে অরক্ষিত এসব গ্যাস লাইনের খুব কাছে। এছাড়া সংযোগ লাইনের ওপর আবর্জনা থেকে শুরু করে রয়েছে বিভিন্ন দাহ্য পদার্থ। এভাবেই সাততলা বস্তিজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অবৈধ গ্যাস সংযোগের লাইন। ছবি: জাগো নিউজ
-
পুড়ে যাওয়া ঘর পরিষ্কার করছেন বস্তির লোকজন। ছবি: জাগো নিউজ