উপকূলীয় জেলায় ইয়াসের প্রভাব দেখুন ছবিতে
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের কয়েকটি উপকূলীয় জেলায় বাতাস ও জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। দেখুন কয়েকটি জেলার দৃশ্য।
-
পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর মোহনা এবং নদীর উত্তাল থাকায় ঢেউয়ের প্রভাবে অনেক এলাকার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে অনেক এলাকা প্লাবিত হয়েছে। এতে ক্ষতির মুখে পরেছে অনেক মানুষ। ছবি: আব্দুস সালাম আরিফ
-
পটুয়াখালীর দুর্গম উপজেলা রাঙ্গাবালীর বিছিন চরমান্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে বড়িবাঁধের উপর ছাপড়া বাড়ি-ঘর জোয়ারের পানিতে ভেসে গেছে। ছবি: আব্দুস সালাম আরিফ
-
অনেক পরিবার ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে আছে রাঙ্গাবালী উপজেলার চর আন্ডা, চালিতাবুনিয়া, কলাপাড়া উপজেলার লালুয়াসহ দুমকি উপজেলার আঙ্গারিয়া ও বাউফলের চন্দদ্বীপ ইউনিয়ন। ছবি: আব্দুস সালাম আরিফ
-
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহীন বলেন, ‘উচ্চ জোয়ারের পানিতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণের করার কাজ চলছে।’ ছবি: আব্দুস সালাম আরিফ
-
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃদ্ধি পেয়েছে পিরোজপুরের কঁচা, বলেশ্বর, সন্ধ্যা ও কালিগঙ্গাসহ সব নদীর পানি। বর্তমানে সবগুলো নদীর পানিই বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া থেমে থেমে বৃষ্টির সাথে হালকা বাতাসও হচ্ছে। ছবি: আব্দুস সালাম আরিফ
-
আজ ইন্দুরকানি উপজেলার কঁচা নদীর চরখালি ফেরিঘাট এলাকায় দেখা যায় নদীর বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এতে পানিতে তলিয়ে গেছে অসংখ্য বাড়িঘর ও দোকানপাট। ছবি: শাফিউল মিল্লাত
-
ঘূর্ণিঝড় আম্ফানের রেশ কাটতে না কাটতেই আবারও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় শঙ্কায় দিন কাটছে উপকূলবাসীর। ছবি: শাফিউল মিল্লাত
-
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার উপকূল তীরবর্তী নিম্নাঞ্চলের বেশকিছু গ্রাম। এরমধ্যে নিঝুমদ্বীপ ইউনিয়নের চারটি গ্রাম সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ছবি: ইকবাল হোসেন মজনু
-
আজ সকাল থেকে শুরু হওয়া জোয়ারে এসব এলাকা প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হাতিয়ার চারপাশে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট উচ্চতায় পানি বৃদ্ধি পেয়েছে। ছবি: ইকবাল হোসেন মজনু