ছবিতে দেখুন বাংলাবাজার ঘাটে উপচেপড়া যাত্রী
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দুয়েকটি ফেরি চললেও ঘাটে দীর্ঘসময় আটকে আছে এ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনগুলোর যাত্রীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। জরুরি রোগীরা ঢাকা ও দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে মোটরসাইকেল, ৩ চাক্কার যানবাহনে এসে ঘাটে ও গন্তব্যে কয়েকগুণ ভাড়া গুণছেন।
-
ঘাটে যাত্রীর সাথে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এদিকে মাছ, তরমুজসহ কাঁচামালে পচন ধরায় বাংলাবাজার ঘাটে বিআইডব্লিউটিসি ও পুলিশকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটেছে। ছবি: এ কে এম নাসিরুল হক
-
ফেরিতে মানুষ আর মানুষ। বাড়ি ফিরতে প্রত্যেকে সব কষ্ট উপেক্ষা করে এ পর্যন্ত এসেছেন। ছবি: এ কে এম নাসিরুল হক
-
বিআইডব্লিউটিসিসহ ঘাট সূত্রে জানা যায়, যাত্রী নিয়ন্ত্রণে যেন কোনো বিধি নিষেধই মানতে চাইছেন না দক্ষিণাঞ্চলের যাত্রীরা। সকাল থেকে এ পর্যন্ত বাংলাবাজার ঘাট থেকে ২টি ফেরি এ্যাম্বলেন্সসহ জরুরি যানবাহন নিয়ে পার হয়। ছবি: এ কে এম নাসিরুল হক
-
যাত্রীদের চাপে জরুরি যানবাহন তোলা পুলিশ ও বিআইডব্লিউটিসিকে বেগে পড়তে হয়। সকাল থেকেই উভয় পাড়ে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড ভিড় শুরু হয়। বেলা বাড়ার সাথে যাত্রী ও যানবাহনে পরিপূর্ণ হয়ে যায় ঘাট এলাকা। ছবি: এ কে এম নাসিরুল হক
-
ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য অপেক্ষা করছেন যাত্রী ও যানবাহনগলো। দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে রোগী নিয়ে বাংলাবাজার ঘাটে এসে এ্যাম্বুলেন্সগুলোকেও দেখা গেছে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে। জরুরি সার্ভিস পারাপারে বিলম্ব হওয়ায় সাধারন যাত্রীদের পাশাপাশি রোগীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ছবি: এ কে এম নাসিরুল হক