জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আলো ঝলমলে টুঙ্গিপাড়া
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় তার সমাধি কমপ্লেক্সেকে সাজানো হয়েছে বর্ণিল আলোক সজ্জায়।
-
বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ তারিখ অবধি এ আলোকসজ্জা রাখা হবে। ছবি: মেহেদী হাসান
-
এ নিয়ে জনসাধারণের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ আলোকসজ্জা করেছে ঢাকার ইভেন্ট ম্যানেজম্যান্ট রঙ রোদ্দুর। ছবি: মেহেদী হাসান
-
সন্ধ্যার পরে জনসাধারণের প্রবেশাধীকার সীমিত হলেও দূর দুরান্ত হতে এ আলোকসজ্জা দেখতে মানুষের ভিড় বাড়ছে। গত বছর ও এমন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল। ছবি: মেহেদী হাসান
-
বাগেরহাটের চিতলমারী হতে আসা সুকুমার বাইন বলেন, আমি লোকমুখে শুনতে পেয়ে দেখতে এসেছি, আমার অনেক ভালো লাগছে। ছবি: মেহেদী হাসান
-
স্থানীয় পৌর কাউন্সিলর আলমগীর শেখ বলেন, আমরা অনেক ভাগ্যবান বঙ্গবন্ধুর এলাকায় জন্ম নিয়ে। ছবি: মেহেদী হাসান
-
ইভেন্ট ম্যানেজম্যান্ট রঙ রোদ্দুরের কো ফাউন্ডার ফারহানা আলম বলেন, ১৭ তারিখের আগেই সব আলো জ্বেলে দেয়া হলে আরো সুন্দর লাগবে দেখতে। ছবি: মেহেদী হাসান
-
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনের ক্ষণে আমি এ উপজেলায় উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে। ছবি: মেহেদী হাসান