বঙ্গবন্ধুর ইতিহাস জানা যাবে সংসদের দক্ষিণ প্লাজায়
জাতীয় সংসদ ভবনের মাঠের দক্ষিণ-পশ্চিম পাশে মানিকমিয়া এভিনিউ ঘেঁষে ‘প্রদর্শনীতে বঙ্গবন্ধু’ নামে একটি প্যাভিলিয়নে গেলেই পাওয়া যাবে বঙ্গবন্ধুর সঙ্গে ‘বসবাসের’ সুযোগ!
-
১৫ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। এরপর থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্যাভিলিয়নটি সর্বসাধারণে জন্য খুলে দেয়া হয়েছে। ছবি: সিরাজুজ্জামান
-
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে এটি তৈরি করা হয়েছে। চলবে ডিসেম্বর জুড়ে। প্রয়োজনে আরো সময় বাড়ানো হবে। ছবি: সিরাজুজ্জামান
-
রাজনীতির মহানায়ক ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাসের সঙ্গে ‘বসবাসের’ সুযোগ করে দিয়েছে জাতীয় সংসদ! ছবি: সিরাজুজ্জামান
-
বঙ্গবন্ধুর জন্মভিটা থেকে শুরু করে শৈশব, কৈশোর, যৌবনসহ আলোছায়ার সম্মিলনে স্বাধীনতা সংগ্রামের চিত্রপট দেখতে দেখতে মনে হবে যেন বঙ্গবন্ধুর সঙ্গেই আছি। ছবি: সিরাজুজ্জামান
-
মহানায়কের জন্মভিটা টুঙ্গিপাড়া থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি স্বাধীনতার সুবর্ণ সময়ে। চোখের সামনে ভেসে উঠছে নানা ইতিহাস। এর মধ্যে ঠাঁই পেয়েছে বঙ্গবন্ধুর কারাজীবনের দুঃসহ কথাও। ছবি: সিরাজুজ্জামান
-
দৃশ্য গল্পে বঙ্গবন্ধু। ছবি: সিরাজুজ্জামান
-
‘প্রদর্শনীতে বঙ্গবন্ধু’ ঘুরে ঘুরে দেখছেন এক দর্শনার্থী। ছবি: সিরাজুজ্জামান
-
ছবিতে ছবিতে এক নজরে বঙ্গবন্ধু। ছবি: সিরাজুজ্জামান