করোনার মাঝেও বসুন্ধরায় জমেছে ঈদের কেনাকাটা
মহামারি করোনায় ঈদুল ফিতর বেশিরভাগেরই কেটেছে আতঙ্কে, ঘরে থেকে। অনেকেরই কেনাকাটা করা সম্ভব হয়নি। দেয়া সম্ভব হয়নি আত্মীয়-স্বজনদের উপহার। তাই এবারের ঈদে কেনাকাটা করছেন মানুষ।
-
রোববার (২৬ জুলাই) পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের জামা-কাপড়ের দোকানিদের সঙ্গে কথা বলে এসব জানা গেছে এবারের ঈদে বেশ ভালোই বিক্রি হচ্ছে। ছবি: মাহবুব আলম
-
দোকানীরা বলছেন, গত বৃহস্পতি, শুক্র ও শনিবার বসুন্ধরা সিটিতে বেশ ভালো বিক্রি হয়েছে। অনেকে হয়তো ঈদের আগে আর ছুটি পাবেন না। অনেকেই রাজধানী ছাড়ছেন, কেনাকাটার সুযোগ পাবেন না। এসব কারণে এই তিনদিন বেশ বিক্রি হয়েছে। ছবি: মাহবুব আলম
-
শিশুটির হাতে হ্যান্ড সেনিটাইজার দিয়ে দেয়া হচ্ছে। ছবি: মাহবুব আলম
-
দোকানিরা আশা করছেন, ঈদের আগ পর্যন্ত তাদের এই বিক্রি অব্যাহত থাকবে। তাছাড়া বসুন্ধরা সিটিতে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলায় ক্রেতারা এখানে আসতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। সে কারণে অন্যান্য শপিংমলের তুলনায় এখানে বিক্রি একটু বেশি। ছবি: মাহবুব আলম
-
পাঞ্জাবির স্টল লুবনানের শপ ম্যানেজার রিয়াজ হোসেন রাজু জাগো নিউজকে বলেন, ‘বৃহস্পতি, শুক্র ও শনি – গত এই তিনদিন আমাদের ভালো বিক্রি হয়েছে। রোজার ঈদে করোনার কারণে বেশিরভাগ মানুষই কেনাকাটা করতে পারেনি। উপহার দেয়া, পরিবারের জন্য কেনাকাটা করতে পারেনি। সেসব এবার কারণে কেনাকাটা একটু বেড়েছে।’ ছবি: মাহবুব আলম
-
শার্টের দোকান ক্যাট আইয়ের ব্রাঞ্চ ম্যানেজার আক্তারুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘বসুন্ধরা সিটিতে করোনার স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে। ক্রেতারা আশস্তও হচ্ছে। তাই অন্যান্য শপিংমল বা দোকানপাটের তুলনায় এখানে বিক্রি বেশি হচ্ছে। আমাদের বিভিন্ন জায়গায় আরও দোকান আছে। কিন্তু সেগুলোর তুলনায় বসুন্ধরায় বিক্রি বেশি হচ্ছে।’ ছবি: মাহবুব আলম