ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে ক্ষতবিক্ষত উপকূল
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৩ মে ২০২০
আপডেট: ০৪:৪৪ পিএম, ২৩ মে ২০২০
আমাদের দেশের উপকূল আবারও ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে। ঘূর্ণিঝড় আম্ফানের উপকূলের আঘাতের চিহ্ন দেখুন।
-
উপকূলের অনেক এলাকা এখনো পানিতে তলিয়ে আছে।
-
ঝড়ের আঘাতে রাস্তায় পড়ে থাকা গাছ, এখনো উদ্ধার করা হচ্ছে।
-
হাজারো মানুষের বসতি ভেঙছে।
-
আম্ফানের আঘতে গবাধি পশুও প্রাণ হারিয়েছে।
-
গাছপাল ভেঙে লন্ডভন্ড অবস্থা।
-
মানুষের মাথা গোঁজার ঠাঁই ভেঙে মাটিতে মিশে গেছে।
-
বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ বিভিন্ন হয়ে গেছে।
-
পানিতে ডুবে ছিলো জনপদ।
-
বাঁধ ভেঙে ডুবেছে ফসলের মাঠ।