ছবিতে দেখুন ঘরমুখো মানুষের ঢল
করোনাভাইরাসের আতঙ্কের মাঝে আবারও এক দফায় বাড়ি ফিরছে শহরের মানুষ। ছবিতে দেুখন করোনার ভয় উপেক্ষা করে বাড়ি ফেরা মানুষের ঢল।
-
এসব মানুষ মূলত ঈদ করতে বাড়ি ফিরছেন।
-
ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় ফেরি চলাচল বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম) মো. শফিকুল ইসলাম।
-
গণপরিবহন বন্ধ থাকায় অন্যান্য যানবাহনে করে বিভিন্ন উপায়ে বাড়ি ফিরছে মানুষ।
-
তিনি বলেন, সোমবার (১৮ মে) বিকেল থেকে ফেরি চলাচল বন্ধের নির্দেশনা আসলে সব ফেরি বন্ধ করে দেয়া হয়। বিকেলে মন্ত্রণালয় ও প্রশাসন থেকে ফেরি বন্ধের ঘোষণা আসে। সকাল থেকে দল বেঁধে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়তে থাকায় করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এ ঘোষণা দেয়া হয়।
-
ঘরমুখো মানুষের চাপে রাস্তা জ্যাম পড়েছে।
-
শিমুলিয়া ঘাটের মাওয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন স্থানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়ে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ফিরিয়ে দিচ্ছিল। কিন্তু এরপরও যাত্রীরা বিভিন্নভাবে লুকিয়ে আসতে থাকে শিমুলিয়া ঘাটে। সোমবার সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে মানুষের ভিড় লেগে যায়।