ঈদ এলে চাই নতুন টাকা
ঈদকে ঘিরে জমজমাট টাকার বাজার নিয়ে এ অ্যালবাম।
-
ঈদের এলেই নতুন টাকার কদর বাড়ে। আসন্ন ঈদেও এর ব্যত্তয় ঘটছে না। রাজধানীর গুলিস্তানসহ কয়েকটি স্থানে নতুন টাকা পাওয়া যাচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
টাকার দোকান সাজানো হয়েছে। এখানে টাকার বিনিময়ে টাকা বিক্রি করা হচ্ছে। ঈদের সালামির জন্য অনেকেই নতুন টাকা সংগ্রহ করে থাকেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ফুলের মত টাকা সাজানো হয়েছে। ক্রেতাদের জন্য বসে আছেন এই টাকা বিক্রেতা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ঈদে হাসি-খুশির অন্যতম একটি হচ্ছে উপকরণ নতুন টাকা। বিশেষ করে শিশুরা সালামি হিসেবে নতুন টাকা পেলে বেশি খুশি হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
প্রতিবছর ঈদকে ঘিরে দেশে নতুন টাকার বিপুল লেনদেন হয়ে আসছে। চলছে একে ঘিরে বাণিজ্যও। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
রাজধানীতে এখন ঈদ ঘিরে চলছে নতুন টাকার রমরমা বাণিজ্য। সরকার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে নতুন টাকা বিনিময় করছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
নতুন ২ টাকার ১০০টি নতুন নোট বিক্রি হচ্ছে ৫০ টাকা বেশিতে। ৫ টাকার ১০০টি নতুন নোট বিক্রি হচ্ছে ৮০ টাকা বেশিতে। ১০ টাকার ১০০টি নতুন নোট বিক্রি হচ্ছে ১০০ টাকা বেশিতে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।