ক্রেতা নেই বাণিজ্য মেলায়
গতকাল থেকে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুরুতে ক্রেতা-দর্শনার্থীর দেখা তেমন একটা মেলেনি।
-
বরাবরের মত এবারের মেলাতেও অংশ নিয়ে দেশের অন্যতম বৃহৎ খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রাণ।
-
স্টলগুলোতে ক্রেতাদের উপস্থিতি কম। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার নির্ধারিত সময় সকাল ১০টায় মেলার গেট খোলা হয়। মেলাতে ক্রেতাদের ভিড় নেই বললেই চলে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মেলাতে ঘুরছেন ক্রেতা-বিক্রেতারা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
এখনও অনেক স্টলের নির্মাণ কাজ চলছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
শিশুদের খেলনা সামগ্রী সাজানো হচ্ছে একটি স্টলে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মেলার মধ্যে হাতেগোনা দুই-একজন ঘোরাঘুরি করছেন। মেলা প্রাঙ্গণের কোথাও একসঙ্গে দশজনের আনাগোনা চোখে পড়েনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আগের প্রথা অনুযায়ী এবারও রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বছরের প্রথম দিন শুরু হয়েছে। বুধবার শুরু হওয়া এ মেলায় দর্শনার্থীদের প্রবেশ মূল্য কিছুটা বাড়ানো হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মেলায় প্রবেশের জন্য প্রাপ্ত বয়স্কদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা, যা গত বছর ছিল ৩০ টাকা। তবে অপ্রাপ্ত বয়স্কদের টিকিটের মূল্য আগের মতো ২০ টাকায় রাখা হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ