ছবিতে দেখুন আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি
আর কয়েকদিন পরেই শুরু হবে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০’। এখন পুরোদমে চলছে বাণিজ্য মেলার প্রস্তুতি। ছবিতে দেখুন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতির কাজ।
-
জায়গায় জায়গায় মাইক লাগানো। অনবরত বাজছে লালনগীতি। গানে বিশেষ মনোযোগী না হয়ে কেউ ইটের গাঁথুনিতে ব্যস্ত, কেউ রঙ করতে। ছবি: জাগো নিউজ
-
কেউবা পেরেক ঠুকে চলছেন। মালামাল আনা-নেয়ায় ব্যস্ত কেউ কেউ, মালবাহী যানবাহনও ছুটে চলছে। সবাই যার যার মতো কাজ করে চলছেন। টুং-টাং, খট খট শব্দে মুখরিত চারপাশ। ছবি: জাগো নিউজ
-
রোববার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে এভাবেই চলছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০-এর কাজ। ছবি: জাগো নিউজ
-
১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী মেলা। মেলার প্যাভিলিয়নসহ নানা অবকাঠামো তৈরিতেই এমন ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। ছবি: জাগো নিউজ
-
আয়োজকরা জাগো নিউজকে জানান, ১ জানুয়ারি শুরু হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যা শেষ হবে ৩১ জানুয়ারি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশ ছাড়াও ২০টি দেশ এবারের মেলায় অংশ নেবে। মেলায় এবার সব মিলে ৪৫০টি প্যাভিলিয়ন থাকছে। এর মধ্যে আন্তর্জাতিক প্যাভিলিয়ন ৫৫টি। ছবি: জাগো নিউজ
-
এবারের মেলার প্রধান ফটক তৈরি করা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের আদলে। এ ফটকে সিরামিকসের কাজ করছিলেন মো. জুয়েল। তিনি বলেন, ‘স্মৃতিসৌধের আদলে ফটক হচ্ছে।’ ছবি: জাগো নিউজ
-
বেশকিছু দিন ধরে এর কাজ চলছে। আজকে থেকে এখানে সিরামিকসের কাজ শুরু করেছি। এ কাজ করতে প্রায় এক সপ্তাহ লাগতে পারে।’ ছবি: জাগো নিউজ
-
মেলার গাড়ি পার্কিং, হাঁটার রাস্তায় ইটের গাঁথুনি দিতে দিতে হানিফ বলেন, ‘আমি এখানে দিন হিসাবে কাজ করি। ৫ ডিসেম্বর থেইক্যা কাজ করতাছি। রাস্তায় ইট বসাচ্ছি। এর আগে পার্কিংয়ের জন্য ইট বসাইছি। ১ জানুয়ারি পর্যন্ত কাজ করতে হবে।’ ছবি: জাগো নিউজ
-
একটি প্যাভিলিয়নে রঙ করার কাজ নিয়েছেন ঠিকাদার হাবিব মিয়া। তিনি বলেন, ‘নাদিয়া ফার্নিচারের এ প্যাভিলিয়নটা রঙ করে দেয়ার কাজ নিয়েছি। রঙের সবকিছু করে দেব। গত ৮ ডিসেম্বর থেকে কাজ শুরু করেছি। আশা করি, ২৮ ডিসেম্বর কাজ শেষ অইব।’ ছবি: জাগো নিউজ
-
পদ্মাসেতুর আদলে তৈরি করা হয়েছে মেলার গেট। ছবি: জাগো নিউজ
-
চলছে স্টল নির্মাণের কাজ। ছবি: জাগো নিউজ
-
রঙে রঙে সাজানো হচ্ছে স্টল। ছবি: জাগো নিউজ