নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদ স্মরণ
আজ ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন। গাজীপুরের নুহাশপল্লীতে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। বুধবার রাত ১২টা ১ মিনিটে গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে হুমায়ূন আহমেদের হতে গড়া নুহাশপল্লীতে হাজার মোমবাতি প্রজ্জ্বলন করে পুরো নূহাশপল্লীকে আলোকিত করেন নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারীরা।
-
ভোর পাঁচটার দিকে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে নুহাশপল্লীতে আসেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তিনি দুই ছেলেকে নিয়ে হুমায়ূন আহমেদের কবরে পুস্পস্তবক অর্পণ এবং কবরের পাশে ফাতেহাপাঠ, কবর জিয়ারত ও মোনাজাত করেন। এসময় নুহাশপল্লীর কর্মচারী ও অসংখ্য হুমায়ূন ভক্তরা উপস্থিত ছিলেন।
-
বাবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে হুমায়ূন পুত্র নিষাদ ও নিনিত।
-
হুমায়ূন আহমেদের আত্মার শান্তি কামনা করে মোনাজ করা হচ্ছে।
-
হুমায়ূন আহমেদের জন্মদিনের কেক কাটা হচ্ছে।