শহীদ মিনারে খোকাকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ। তাকে শেষ শ্রদ্ধা জানাতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছুটে আসনে।
-
সাদেক হোসেন খোকার কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। ছবি: মাহবুব আলম
-
বৃহস্পতিবার দুপুর ১২টায় তার মরদেহ সেখানে নেয়া হয়। ছবি: মাহবুব আলম
-
শোক প্রকাশ করে গণমাধ্যমের সাথে কথা বলছেন নাগিরক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। ছবি: মাহবুব আলম
-
বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুষ্প অর্পণের মাধ্যমে তার মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। ছবি: মাহবুব আলম
-
সাদেক হোসেন খোকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন নেতাকর্মীরা। ছবি: মাহবুব আলম
-
এর আগে বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোকার মরদেহবাহী গাড়িটি পৌঁছায়)। পরে দক্ষিণ প্লাজায় অস্থায়ীভাবে স্থাপিত মঞ্চে মরদেহের কফিনটি রাখা হয়। সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: মাহবুব আলম
-
সাদেক হোসেন খোকাকে নিয়ে স্মৃতিচারণ করছেন বিশিষ্ট গীতিকার ও চিত্রনির্মাতা গাজী মাজহারুল আনোয়ার। ছবি: মাহবুব আলম