ছবিতে দেখুন দেয়াল লিখনে আবরার হত্যার প্রতিবাদ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে চলমান আন্দোলন দুদিনের জন্য শিথিল করলেও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিবাদ থেমে নেই। শিক্ষার্থীরা দেয়াল লিখনে আবরার হত্যার প্রতিবাদ জানাচ্ছে।
-
আবরারের হত্যার বিচার, আবরারের সহকর্মীদের ওপর নির্যাতন, বুয়েটের উদাসীন প্রশাসন, মত প্রকাশের স্বাধীনতা খর্বসহ বুয়েটজুড়ে নানা দেয়াল চিত্র এখন বুয়েটের প্রতিটি দেয়ালে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
শিক্ষার্থীরা জানান, বিচারের দাবি যাতে আড়ালে চলে না যায় সে জন্য ক্যাম্পাসজুড়ে আবরারের উপস্থিতি মনে করিয়ে দিতে এই দেয়াল চিত্র। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দেয়াল চিত্রের পাশাপাশি লেখনির মাধ্যমে আবরার হত্যার বিচার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বুয়েটের শহীদ মিনার গেটের ভেতরের সড়কে সাদা ও লাল রঙ দিয়ে লেখা হয়েছে ‘জাস্টিস ফর আবরার’। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
‘নিরাপদে আছিস’ দেয়াল লিখন। ক্যাম্পাসের প্রতিটি দেয়ালে আবরারের চেহার ছাপসহ ‘জাস্টিস ফর আবরার’ লেখা হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বুয়েট শহীদ মিনারের বিপরীতমুখী দেয়ালে বুয়েট প্রশাসনের ব্যঙ্গচিত্র আঁকা হয়েছে। দেয়ালে তিনজনের মাথা আঁকা হয়েছে, যেখানে একজন দুই হাত দিয়ে দু’চোখ বন্ধ করে আছে, বাকি দু’জনের হাত দিয়ে মুখ ও কান বন্ধ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
তিতুমীর হলের প্রথম দেয়ালে একটি কালো হাত মুঠ করে একটি কবুতরকে আটকে চেপে ধরে রাখার চিত্র, দ্বিতীয়টিতে হলে আবরারের পড়ে থাকা নিথর দেহের পায়ের ছবি। গ্রাফিতিগুলো তৈরি করছেন বুয়েটের আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
তিতুমীর হলের দেয়ালে আবরারের বাবার একটি চিত্র আঁকা হয়েছে। যেখানে তিনি বলছেন, ‘পারবে আমার ছেলেকে ফিরিয়ে দিতে?’ ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আবরারের মৃতদেহ আঁকছেন একজন। ছবি: বিপ্লব দিক্ষিৎ