ছবিতে দেখুন রাজধানীর তুমুল আলোচিত ক্যাসিনোতে অভিযান
রাজধানীর ফকিরাপুল এলাকায় ইয়ংমেন্স ক্লাবসহ আরও দুটি নিষিদ্ধ জুয়ার ক্যাসিনোতে অভিযান চালিয়েছে র্যাব। ছবিতে দেখুন র্যাবের অভিযান।
-
অভিযানের সময় ক্যাসিনোর ভেতর থেকে ১৪২ জন নারী-পুরুষকে আটক করা হয়। বুধবার বিকেলে শুরু হয় অভিযানটি। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
-
অভিযানের আগ থেকেই ক্লাবটি ঘিরে রাখেন র্যাবের সদস্যরা। তারা দুপুর থেকে সেখানে কাউকে ঢুকতে এবং বের হতে দেয়নি।
-
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, অভিযানের সময় ভেতরে থাকা এবং ক্যাসিনোতে জুয়া খেলা অবস্থায় ১৪২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
-
তিনি আরও বলেন, আমাদের কাছে অভিযোগ আছে, এই ক্লাবে গত আট মাস ধরে অবৈধ আসর বসছিল।
-
ক্যাসিনোতে চাকরি করতেন এই দুই নারী।
-
ইয়ংমেন্স ক্লাবের প্রবেশ পথ।
-
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, এ সময় আমরা দেখি- ক্লাবের নিচতলায় যন্ত্রের মাধ্যমে জুয়া খেলা (ক্যাসিনো) চলছে। এছাড়া জুয়া খেলার ফাঁকে ফাঁকে মদ পান হচ্ছে।
-
তিনি জানান, যারা এই ক্লাবে এসেছেন তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও ব্যবসার সঙ্গে জড়িত। আটক ব্যক্তিদের মদ পানের লাইসেন্স নেই। এমনকি ইয়াং মেন্স ক্লাবেরও মদ বিক্রির লাইসেন্স নেই।
-
ক্যাসিনোতে রয়েছে উন্নত মানের লকার।
-
ক্যাসিনোতে কষ্টিপাথর ছুঁয়ে শুরু হতো খেলা!
-
ওই ক্যাসিনোতে অভিযানের পরই অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ আটক করেছে র্যাব। বুধবার রাত ৮টা ২৫ মিনিটে তাকে তার গুলশানের বাসা থেকে আটক করা হয়।
-
দীর্ঘ সময় অভিযান চলাকালে ক্যাসিনোতে আটকে পড়া কেউ কেউ ঘুমিয়ে পড়েন।
-
ক্যাসিনো জুয়ার বোর্ড।
-
র্যাবের অভিযানের দৃশ্য।