আশুরা পালনে শিয়া সম্প্রদায়ের প্রস্তুতি
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র আশুরা। শিয়া সম্প্রদায়ের মানুষ উৎসাহ উদ্দীপনার সাথে আশুরা পালন করবেন।
-
রাজধানীর মহম্মদপুরের বিহারী ক্যাম্পে ছেলেক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বাবা। ছেলে আশুরার সাজে সাজিয়েছেন ছেলেকে। ছবি: মাহবুব আলম
-
হোসেনী দালানে মোম ও আগর বাতি জ্বালানো হচ্ছে। ছবি: মাহবুব আলম
-
বিহারী ক্যাম্পের শিশুরা তাজিয়া মিছিলের সেজেছে। ছবি: মাহবুব আলম
-
চাঁনখারপুল তাজিয়া মিছিলের মহড়া। ছবি: মাহবুব আলম
-
হোসেনী দালানের ইমাম বারায় ফুল দিয়ে আশুরার আনুষ্ঠানিকতা চলছে। ছবি: মাহবুব আলম
-
বিহারী ক্যাম্পে দর্জির দোকানে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেয়ার জন্য নতুন জামা তৈরির ব্যস্ততা। ছবি: মাহবুব আলম
-
বিহারী ক্যাম্পে শিশুকে সাজানো হচ্ছে। ছবি: মাহবুব আলম
-
ইমাম আলীর জুলফিকার তলোয়ার পরিহিত এক কিশোর। ছবি: মাহবুব আলম
-
হোসনী দালানে প্রার্থনারত এক নারী। ছবি: মাহবুব আলম
-
‘হায় হোসেন! হায় হোসেন!’ বলে ইমাম হোসেনকে স্মরণ করছে শিয়া সম্প্রদায়ের লোকজন। ছবি: মাহবুব আলম