কোরবানির চামড়ার উৎকট গন্ধে অতিষ্ঠ পোস্তার মানুষ
রাজধানীর পুরান ঢাকার পোস্তার চামড়া ব্যবসায়ীয়া কোরবানির চামড়া কেনেন। এখান থেকে প্রাথমিকভাবে বাছাই করে তারা ট্যানারিতে চামড়াগুলো বিক্রি করেন। এখন পোস্তার মানুষ চামড়ার উৎকট গন্ধে অতিষ্ঠ।
-
রাস্তার দুই পাশে কাঁচা চামড়ার আড়ত। সেখানে দুর্গন্ধ এতটাই উৎকট যে, দম নেয়া কষ্টকর। ছবি: মাহবুব আলম
-
চামড়ার গন্ধে বমি এলেও এখানকার কর্মচারীরা বেমালুম কাজ করে যাচ্ছেন। ছবি: মাহবুব আলম
-
চামড়া বাছাই কাজে ব্যস্ত কর্মচারীরা। ছবি: মাহবুব আলম
-
এক কর্মচারী আড়তে চামড়া নিয়ে যাচ্ছেন। ছবি: মাহবুব আলম
-
আড়তদাররা বলছেন, তাদের সংরক্ষিত কাঁচা চামড়া এখন পর্যন্ত কিনছেন না ট্যানারি মালিকরা। ছবি: মাহবুব আলম
-
তবে রোববার (১৮ আগস্ট) থেকে আড়তদারদের কাছ থেকে চামড়া কেনার কথা থাকলেও বাণিজ্য মন্ত্রণালয়, ট্যানারি মালিক ও আড়তদারদের বৈঠক ছিল। ছবি: মাহবুব আলম
-
এ বৈঠক থেকে সমাধান এলে সোমবার থেকে সংরক্ষিত চামড়া ট্যানারির মালিকদের কাছে বিক্রি করতে পারবেন বলে আশা আড়তদারদের। ছবি: মাহবুব আলম
-
চামড়ার স্তূপ। ছবি: মাহবুব আলম
-
চামড়ায় লবণ দেয়া হচ্ছে। ছবি: মাহবুব আলম
-
চামড়া থেকে অবাঞ্ছিত অংশ কেটে ফেলো হচ্ছে। ছবি: মাহবুব আলম
-
চামড়া বাছাইয়ে ব্যস্ত আড়তের কর্মচারীরা। ছবি: মাহবুব আলম