যে কারণে ভিড় নেই পর্যটনকেন্দ্রে
প্রতিবার ঈদের ছুটিতে দেশের বিভিন্নস্থানে পর্যটন এলাকায় দর্শনার্থীদের ভিড় দেখা যায়। এবার তেমন ভিড় দেখা যায়নি। জেনে নিন পর্যটন এলাকাতে দর্শনার্থীদের ভিড় না থাকার কারণ।
-
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বান্দরবান। একটু ছুটি পেলেই পর্যটকরা ভিড় করেন সবুজ পাহাড়ে ঘেরা বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলোতে। ঈদের ছুটিতেও অনেকে এসেছেন তার প্রিয়জন বা পরিবার নিয়ে। ছবি: সৈকত দাশ
-
তবে এবছর ঈদুল আজহার ছুটিতে পর্যটক বান্দরবানে এসেছে কম। ছবি: সৈকত দাশ
-
ভিড় নেই পর্যটনকেন্দ্রগুলোতে। সাম্প্রতিক বন্যা, ডেঙ্গু, পাহাড়ের রক্তক্ষয়ী ঘটনা আর কয়েক দিনের বৃষ্টির কারণে এবার পর্যটকের আনা গোনা অনেকটা কমে গেছে বলে জানান পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ছবি: সৈকত দাশ
-
আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আশায় ছিলাম এই ঈদে বান্দরবানে পর্যটক আসবে। কিন্তু বন্যা, সাম্প্রতিক পাহাড়ের রক্তক্ষয়ী ঘটনায় আশানুরূপ পর্যটক আসেনি। হোটেলগুলোও অনেকটা ফাঁকা। ছবি: সৈকত দাশ
-
পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় দেখা না গেলেও গত দুদিনে হাজারো পর্যটকের সমাগম ঘটেছে। ঈদের ছুটিতে আসা পর্যটকরা শহরের কোলাহল থাকে স্বস্থির সন্ধানে মুগ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছেন বান্দরবানের মেঘলা, নীলাচল, স্বর্ণ মন্দির, শৈলপ্রপাত ও নীলগীরির। ছবি: সৈকত দাশ
-
তবে দূর-দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরা পর্যটনকেন্দ্রগুলোতে মুগ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক। কেউ এসেছেন সপরিবার নিয়ে আবার কেউ এসেছেন বন্ধু বান্ধব নিয়ে। ছবি: সৈকত দাশ
-
মেঘের ভেলা ভেসে যাওয়ার দৃশ্য অনেকে বন্দি করছেন তার মুঠোফোনে। কেউ মেঘলার লেকে সপরিবার নিয়ে ছোট ছোট রাইডে চড়ে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য আবার কেউ ঝুলন্ত সেতুতে পায়ে হেঁটে, বসে সময় কাটাচ্ছেন। ছবি: সৈকত দাশ