ছবিতে দেখুন মুগদা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু রোগীরা
রাজধানীর মুগদা সরকারি হাসপাতালে প্রতিদিন আসছে নতুন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ডেঙ্গুর ছোবলে মুগদা হাসপাতালের কাতরাচ্ছে শিশু, নারী-পুরুষ।
-
রাজধানীতে ভয়ঙ্কর আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। এডিস মশার ছোবলে প্রতিদিন শিশুসহ কয়েকশ নারী-পুরুষ হাসপাতালে ছুটছেন। মুগদা হাসপাতালের রোগীদের ছবি তুলেছেন বিপ্লব দিক্ষিৎ।
-
ডেঙ্গু আক্রান্ত এক শিশুকে স্যালাইন দেয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকারি-বেসরকারি হাসপাতাল। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ডেঙ্গু রোগীদের চাপ বাড়ায় বেড দিতে পারছে না অধিকাংশ হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে বাধ্য হয়ে অনেকেই বাঁচার আশায় হাসপাতালের ফ্লোরে বিছানা পেতে অবস্থান নিচ্ছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সরেজমিন মুগদা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালটির নবম তলায় সারি সারি বিছানায় শুয়ে আছেন ডেঙ্গু আক্রান্ত শতাধিক নারী-পুরুষ। রোগীর এতটাই চাপ যে, নবম তলার ফ্লোরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন অর্ধশত রোগী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বয়স্কদের মতো অনেক শিশুই চিকিৎসা নিতে বেড পায়নি। ফলে তাদের বাবা-মা বাধ্য হয়েই ফ্লোরে বিছানা পেতে আদরের সন্তানকে নিয়ে অবস্থান নিয়েছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
হাসপাতালের অষ্টম তলায় শিশু বিভাগে গিয়েও একই অবস্থা দেখা যায়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোমলমতি শিশুরা কাতরাচ্ছে। কেউ কেউ জ্বরের প্রকোপে বমিও করছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
হাসপাতালের ফ্লোরে শুয়ে আছে ডেঙ্গু আক্রান্ত শিশুরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
শিশু সন্তুানকে নিয়ে ভীষণ চিন্তায় আছেন এক মা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
এভাবেই ফ্লোরে ঠাঁই হয়েছে কিছু সংখ্যক ডেঙ্গু রোগীর। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ডেঙ্গু আক্রান্ত এক কোলের শিশু। ছবি: বিপ্লব দিক্ষিৎ