সিরাজগঞ্জের চরে ত্রাণ দিয়েছে জাগো নিউজ ও প্রাণ-আরএফএল গ্রুপ
সোমবার সিরাজগঞ্জ সদরের পাশেই চর এলাকা কাওয়াকোলা ইউনিয়নে নৌকাযোগে ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছায় জাগো নিউজ টিম।
-
আগে থেকেই হাজার হাজার বানভাসি মানুষ অপেক্ষা করছিলেন সেখানে। অপেক্ষমাণ বানভাসি দুই হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেয়া হয়। ছবি: মাহবুব আলম
-
ত্রাণ নিতে এসছে যমুনার চরের মানুষ। ছবি: মাহবুব আলম
-
প্রাণ-আরএল গ্রুপের দেয়া ত্রাণ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে বন্যার্ত মানুষ। ছবি: মাহবুব আলম
-
দুর্দিনে প্রাণ-আরএফলের ত্রাণ সামগ্রী পেয়ে ভীষণ খুশি চরের মানুষ। ছবি: মাহবুব আলম
-
ত্রাণ নিয়ে যাচ্ছে এক শিশু। ছবি: মাহবুব আলম
-
কয়েকজন বন্যার্ত মানুষ নৌকায় করে ত্রাণ নিয়ে আপন গন্তব্যে ফিরছেন। ছবি: মাহবুব আলম
-
ত্রাণসামগ্রী হাতে পেয়ে কাউয়াখোলা ইউনিয়নের বাসিন্দা সাইদুল হক বলেন, আজ জাগো নিউজ আর প্রাণ-আরএফএল গ্রুপ আমাদের মতো অসহায় দুই হাজার পরিবারের হাতে ত্রাণ তুলে দিল। এতে আমাদের খুবই উপকার হয়েছে। তারা যে ত্রাণ দিয়েছে তাতে অন্তত তিন দিন তিন বেলা খেতে পারব আমরা। ছবি: মাহবুব আলম
-
জাগো নিউজের এবারের ত্রাণসহায়তা কার্যক্রম দলে রয়েছেন জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার, প্রাণ-আরএফএল গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক জিয়াউল হক, জাগো নিউজের সহকারী বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ, ওয়েব ইনচার্জ হাসিবুল হাসান আশিক, নিজস্ব প্রতিবেদক আবু সালেহ সায়াদাত, হিসাবরক্ষণ কর্মকর্তা ফয়সাল খান ও নিজস্ব আলোকচিত্রী মাহবুব আলম। ছবি: মাহবুব আলম
-
ত্রাণ নিয়ে বাড়ি ফিরছেন এক বৃদ্ধ। ছবি: মাহবুব আলম
-
প্রসঙ্গত, চলমান বন্যায় এ পর্যন্ত দেশের ১৭ জেলায় ৪৮ লাখ ৬৯ হাজার ৫১৬ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ মানুষগুলোর পাঁচ লাখ ৩১ হাজার ৯৪৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: মাহবুব আলম
-
সরকারি তথ্যে বন্যায় সারাদেশে এক লাখ ৪০ হাজার হেক্টর জমির ফসল এবং পাঁচ হাজার ২১৪ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: মাহবুব আলম
-
ত্রাণ পেয়ে অনেক খুশি অনেক আনন্দিত এই মায়েরা। ছবি: মাহবুব আলম