কুড়িগ্রামের বন্যার্তদের পাশে জাগো নিউজ ও প্রাণ-আরএফএল
কুড়িগ্রামের বন্যার্তদের পাশে অসহায় এ মানুষের মাঝে ত্রাণ নিয়ে শনিবার সকালে হাজির হয় দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল জাগো নিউজ২৪.কম। এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।
-
জাগো নিউজ ও প্রাণ-আরএফএল-এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। ছবি: মহবুব আলম
-
উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলা শহর থেকে বেশ দূরে উলিপুর উপজেলাধীন হাতিয়া ইউনিয়ন। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের মাঠে সকাল থেকেই পানিবন্দি মানুষের উপস্থিতি। ছবি: মহবুব আলম
-
অসহায়ত্ব নিয়ে জীবন পার করা এসব বানভাসি মানুষ হাতিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অপেক্ষায় ছিলেন ত্রাণের জন্য। ছবি: মহবুব আলম
-
আজ শনিবার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা হাতিয়া ইউনিয়নে প্রায় ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। হাতিয়া ইউনিয়ন পরিষদ এলাকাসহ অনন্তপুর বাজার, চড় গুজিমারি, নীলকণ্ঠ, কলাতিপাড়া এলাকার মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। ছবি: মহবুব আলম
-
ত্রাণ নিতে আসা বৃদ্ধ আক্কাস আলী বলেন, ‘কয়েকদিন আগে আমরা পুরো পানিবন্দি ছিলাম। কোনো ধরনের খাবার ছিল না, রান্না করার চুলা পানির নিচে ছিল। ফলে বাজার থেকে চুলা কিনে এনে চৌকির উপরে রান্না করতে হয়েছে।’ ছবি: মহবুব আলম
-
ত্রাণ নিতে অপেক্ষা করছেন এক বৃদ্ধ। ছবি: মহবুব আলম
-
ত্রাণ নিতে অপেক্ষা করছেন সারিবদ্ধ মানুষ। ছবি: মহবুব আলম
-
ত্রাণ নিতে আসা সারিবদ্ধ মানুষ। ছবি: মহবুব আলম
-
ত্রাণ বিতরণকালে জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, ‘বন্যায় দেশের উত্তরাঞ্চলের নদী তীরবর্তী মানুষজন নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি এসব পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়াতে।’ ছবি: মহবুব আলম
-
বন্যার্তদের জন্য এবার প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় প্রায় ২৫ লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে- চাল, ডাল, মুড়ি, পানি, বিস্কুট ও স্যালাইনসহ নানা খাদ্য সামগ্রী।’ ছবি: মহবুব আলম