ছবিতে দেখুন শেষবারের মতো দলীয় কার্যালয়ে এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ জাতীয় পার্টির কাকরাইলের কার্যালয়ে আনা হয়। এখানে নেতাকর্মীরাসহ সর্বসাধারণ এরশাদের মরদেহ শ্রদ্ধা জানানো হয়।
-
সোমবার (১৫ জুলাই) একটি লাশবাহী ফ্রিজার ভ্যানে তার মরদেহ কাকরাইলে আনা হয়। এরশাদের মরদেহ দেখতে সকাল থেকেই অসংখ্য ভক্ত, নেতাকর্মী ও রাজনৈতিক ব্যক্তিরা এখানে ভিড় করেছেন। ছবি: মাহবুব আলম
-
এসময় উপস্থিত আছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রমুখ। ছবি: মাহবুব আলম
-
শ্রদ্ধা শেষে তার মরদেহ জাতীয় বাইতুল মোকাররম মসজিদে নেয়া হয়। সেখানে বাদ আসর তার আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: মাহবুব আলম
-
এরশাদের মরদেহ দলীয় কার্যালয়ে আনলে ছবি ও সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যামকর্মীদের ভিড় দেখা যায়। ছবি: মাহবুব আলম
-
নেতাকে হারিয়ে শোকে মুহ্যমান সমর্থকরা। ছবি: মাহবুব আলম
-
দলীয় নেতাকর্মীরা ফুলেল শ্রদ্ধা জানাতে ছুটে আসে। ছবি: মাহবুব আলম
-
এরশাদের মরদেহে শ্রদ্ধা জানাতে আসে গাজীপুর মহানগর জাতীয় পার্টি। ছবি: মাহবুব আলম
-
লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধ হয়ে এরশাদকে একনজর দেখতে আসছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। ছবি: মাহবুব আলম