সংগীতে নৃত্যে উদীচীর বর্ষা উৎসব
আজ আষাঢ়ের প্রথম দিন। প্রথম দিনের সকালেই রাজধানীসহ দেশে অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়েছে। আষাঢ়ের প্রথম দিনকে নাচে গানে স্বাগত জানিয়েছে দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন উদীচী।
-
বাদ্যযন্ত্রের সুরে সুরে বর্ষাকে বরণ নিচ্ছেন শিল্পীরা। ছবি: মাহবুব আলম
-
বাংলা একাডেমির বট তলায় এ বর্ষা উৎসবের আয়োজন করা হয়। ছবি: মাহবুব আলম
-
নৃত্যের তালে তালে আষাঢ়ের বৃষ্টিকে আমন্ত্রণ জানাচ্ছেন শিল্পীরা। ছবি: মাহবুব আলম
-
বৃষ্টি বন্দনায় শিল্পীরা। উদীচী আয়োজন করেছে এ বর্ষা উৎসব অনুষ্ঠান। ছবি: মাহবুব আলম
-
অনুষ্ঠানের সময় অঝোরো বৃষ্টি নামে। ছবি: মাহবুব আলম
-
গ্রীষ্মের খরতাপের ধূসর নাগরিক জীবন আর প্রকৃতিতে প্রাণের স্পন্দন জাগায় বর্ষা। তাই তো শিল্পীরা বর্ষাকে আহবান জানাচ্ছেন। ছবি: মাহবুব আলম
-
পুষ্প-বৃক্ষে-পত্রপল্লবে নতুন প্রাণের সঞ্চার করে নতুন সুরের বার্তা নিয়ে এসেছে বর্ষা। ছবি: মাহবুব আলম
-
গ্রীষ্মের ধুলোমলিন জীর্ণতাকে ধুয়ে ফেলে গাঢ় সবুজের সমারোহে প্রকৃতি সাজে পূর্ণতায়। তাই তো আষাঢ়ের প্রথম দিনে উদীচীর এই আয়োজন। ছবি: মাহবুব আলম