ঈদ করতে ঘরমুখো মানুষের ভিড় কমলাপুরে
ঘরমুখো মানুষের ভিড়ে শুক্রবার (৩১ মে) কমলাপুরে সৃষ্টি হয়েছে জনস্রোত। গত ২২ মে যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছেন তারা আজ ট্রেনযোগে ঢাকা ছাড়ছেন। ভোগান্তির ধারাবাহিকতায় ঈদ যাত্রার প্রথম দিনে কমলাপুরে প্রতিটি মানুষ কাঙ্ক্ষিত ট্রেনের অপেক্ষায় থেকেছে। কিন্তু নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত ট্রেনের দেখা মিলেনি।
-
নির্ধারিত ট্রেনের যাত্রীরা ট্রেনে উঠতে শুরু করেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ট্রেনের অপেক্ষায় বসে আছেন যাত্রীরা। অপেক্ষা করতে করতে এক নারী ক্লান্ত হয়ে স্টেশনের মেঝেতেই শুয়ে পড়েছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ট্রেনে ওঠার প্রতিযোগিতা, কে কার আগে উঠতে পারে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নিজ গন্তব্যে যেতে কমলাপুর ট্রেন স্টেশনে ছুটে আসে ঘরমুখো মানুষ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে একজন ঘুমিয়ে পড়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর যান্ত্রিক জীবনের সাময়িক বিরতি দিয়ে কর্মজীবী মানুষের সামনে আসে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়ার মুহূর্ত। আর সেই আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছে রাজধানীবাসী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রেলমন্ত্রী কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঈদ যাত্রার প্রথম দিনেই বেশিরভাগ ট্রেন-ই বিলম্বে ছেড়েছে। ফলে ভোগান্তি হলেও তা মেনেই ঘরে ফিরছেন মানুষ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
স্টেশনে আসা সবার মাঝেই বাড়ি ফেরার ব্যস্ততা। ছবি: বিপ্লব দিক্ষিৎ