ছবিতে দেখুন কমলাপুরে অগ্রিম টিকিট কিনতে মানুষের ঢল
প্রকাশিত: ১২:২১ পিএম, ২৪ মে ২০১৯
আপডেট: ১২:২৮ পিএম, ২৪ মে ২০১৯
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে ২২ মে। প্রথম দিন ৩১ মে ও পরের দিন ১ জুনের অগ্রিম টিকিট দেয়া হয়েছে। তবে শুক্রবার (২৪ মে) সকাল থেকে কমলাপুরে টিকিট প্রত্যাশীদের জনস্রোত সৃষ্টি হয়েছে।
-
টিকিট নিতে কেউ লাইনে দাঁড়িয়েছেন মধ্যরাতে, কেউবা ভোরে। প্রতিটি লাইন এঁকে বেঁকে চলে গেছে স্টেশনের বাহিরের দিকে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
শুক্রবার (২৪ মে) দেয়া হচ্ছে ২ জুনের অগ্রিম টিকিট। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রেল ভবন সূত্রে জানা গেছে, অনলাইনে ঈদের সময় একসঙ্গে প্রায় দেড় লাখ হিট পড়ে। তবে সিএনএসবিডির যে সক্ষমতা তাতে মাত্র ২০ হাজার লোড নিতে পারে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
শিশু সন্তানকে নিয়ে ঈদে বাড়ি যাওয়ার টিকিট কিনতে এসেছেন এক দম্পতি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর টিকিট কিনছেন এক নারী। ছবি: বিপ্লব দিক্ষিৎ