ছবিতে দেখুন প্রাণ সেন্টারে অগ্নিনির্বাপণের মহড়া
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাড্ডায় অবস্থিত প্রাণ সেন্টারের প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপণের মহড়া চালানো হয়। ছবিতে দেখুন এই অগ্নিনির্বাপণের মহড়া।
-
ভবনে হঠাৎ আগুন লাগলে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে কীভাবে কাজ করতে হবে, কোন সিঁড়ি বেয়ে নামতে হবে, ভবনে কেউ আটকা পড়লে তাকে কীভাবে উদ্ধার করতে হবে- এমন সব বিষয়ে কর্মীদের সচেতন করতে প্রাণ গ্রুপের নিয়মিত চলে এমন মহড়া। ছবি: মাহবুব আলম
-
প্রতিষ্ঠানটির ম্যানেজার (অ্যাডমিন) মমিন হোসেন খান বলেন, ইমার্জেন্সি মুহূর্তে আমাদের করণীয় কী? আমাদের অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি কতটা কার্যকর? আমাদের নিজস্ব ফায়ার মার্শাল বাহিনী তাদের দক্ষতা কীভাবে দেখাবে? কর্মীরাও যেন আতঙ্কিত না হয়ে সচেতনভাবে নিরাপদ দূরত্বে আসতে পারেন- এসব বিষয় মাথায় রেখেই এটি আমাদের রুটিন প্রসেস। ছবি: মাহবুব আলম
-
অগ্নিনির্বাপণ পরিদর্শন করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী। ছবি: মাহবুব আলম
-
ইমার্জেন্সি সিঁড়ি দিয়ে নেমে আসছেন প্রাণের গ্রুপের কর্মকর্তারা। ছবি: মাহবুব আলম
-
মহড়ায় ভেঁপু বাজিয়ে ছুটে আসা প্রাণ-এর নিজস্ব ফায়ার মার্শাল কর্মীরা ফগিং মেশিনের মাধ্যমে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি করেন। ছবি: মাহবুব আলম
-
মহড়ার সময় উৎসুক জনতার ভিড় জমে। এ অবস্থায় ভবনে কর্মরত শত শত কর্মীর সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরীও নেমে আসেন। তিনিও কর্মীদের সঙ্গে অংশ নেন ইমার্জেন্সি মুহূর্তে কী করণীয়- তা জানতে চান। ছবি: মাহবুব আলম
-
প্রাণ-আরএফএল গ্রুপের নিজস্ব চৌকস ফায়ার মার্শাল সদস্যরা এ মহড়া পরিচালনা করেন। মহড়া শেষে কীভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, তাৎক্ষণিক মুহূর্তে কী করণীয় ইত্যাদি বিষয় কর্মকর্তা-কর্মচারীদের সামনে তারা তুলে ধরেন। ছবি: মাহবুব আলম