পাহাড়ে জলে ফুল ভাসিয়ে বৈসাবি উৎসব
দেশের পাহাড়ি তিনটি জেলা খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি অঞ্চলের মানুষ নতুন বছরকে বরণ করার ঐহিত্যবাহী উৎসব শুক্রবার থেকে শুরু হয়েছে। দেখুন এ উৎসবের ছবি।
-
বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে দেয়ার মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে তঞ্চঙ্গ্যাদের তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বিষু উৎসব।
-
খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী পোশাক পরে দলবেঁধে চাকমা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা জলে ফুল ভাসাচ্ছেন।
-
গঙ্গাদেবীর উদ্দ্যেশ্যে ফুল ভাসানোর মাধ্যমে শুক্রবার ফুলবিঝুর মধ্য দিয়ে পাহাড়ে বৈসাবি উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে খাগড়াছড়িতে।
-
খাগড়াছড়িতে বর্ণিল সাজে মায়ের হাত ধরে ফুল হাতে ঘর থেকে বেড়িয়ে আসছে শিশুরাও।
-
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে শুরু হয়েছে বৈসাবি উৎসবের মূল আনুষ্ঠানিকতা।
-
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর বৃহত্তম এই সামাজিক আয়োজনে ব্যস্ত এখন শহর, নগর আর পাহাড়ি পল্লিগুলো। চারিদিকে আনন্দের সুর লহরী আর বৈসাবি আয়োজন।
-
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর বৃহত্তম এই সামাজিক আয়োজনে ব্যস্ত এখন শহর, নগর আর পাহাড়ি পল্লিগুলো। চারিদিকে আনন্দের সুর লহরী আর বৈসাবি আয়োজন।