রাজধানীতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ৩১ মার্চ ২০১৯
আপডেট: ০৭:৫৭ পিএম, ৩১ মার্চ ২০১৯
রাজধানী ঢাকায় হঠাৎ কালবৈশাখী ঝড় হয়েছে। সেই সঙ্গে শিলাসহ মুষলধারে বৃষ্টিপাত হয়েছে।
-
কালবৈশাখী ঝড়ে রাজধানীর আব্দুল গণি রোড সচিবালয়ের সামনে গাছ ভেঙে পড়েছে।
-
ঢাকাতে আজই এ বছর প্রথমবারের মতো কালবৈশাখী ঝড় হয়েছে। সেই সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে।
-
আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল, ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঝড় শেষ হলে প্রকৃতপক্ষে কালবৈশাখী ঝড়ের গতিবেগ নির্ণয় করা যাবে।
-
দিনভর প্রচণ্ড গরম থাকলেও মাগরিবের নামাজের কিছুক্ষণ আগেই আকাশ অন্ধকার হয়ে আসে। হঠাৎ তীব্র বেগে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো ও ক্ষণিকের মধ্যেই মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়।