শিশু নাঈম যেভাবে ভাইরাল হলো
রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে একটি ছেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। ছেলেটির নাম নাঈম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাঈম এখন ভাইরাল।
-
বনানীতে আগুনের খবর পেয়ে দ্রুত ছুটে আসে কড়াই বস্তির শিশু নাঈম। ছবি: মাহবুব আলম
-
অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে এসে নাঈম দেখতে পায় আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসেরকর্মীর পাইপ দিয়ে পানি দিচ্ছে। এ পানির পাইপ ফাঁটা দেখে নাইম পলিথিন দিয়ে চেপে ধরে। যাতে পানি বাইরে বের না হয়ে সবটুকু পানি আগুন নেভানোর কাজে লাগে।
-
এরপর নাইমের ছবি কেউ একজন তুলে ফেসবুকে পোস্ট দেয়। ছবিটি দ্রুত শেয়ার হওয়া শুরু করে। এভাবেই ভাইরাল হয় শিশু নাঈম। ছবি: মাহবুব আলম
-
ব্র্যাকের আনন্দ স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ছে নাঈম। নাঈমের বাবা একজন ডাব বিক্রেতা, আর মা কর্মজীবী। ছবি: মাহবুব আলম
-
নাঈম জানায়, অগ্নিকাণ্ডের ঘটনার আগে মা নাজমা বেগম টিভি ছাড়তে বলেন তাকে। টিভিতে আগুনের ঘটনা দেখে দৌড়ে এফআর টাওয়ারের সামনের সড়কে উপস্থিত হয় সে। ছবি: মাহবুব আলম
-
আগুন থেকে মানুষ বাঁচাতে ছুটে আসা ছোট্ট নাঈমের নিজেরই রয়েছে দুঃসহ স্মৃতি। কড়াইল বস্তিতে চোখের সামনে নিজেদের ঘর পুড়ে যেতে দেখেছে সে। ছবি: মাহবুব আলম