ভয়াল কালরাত স্মরণে লালযাত্রা
দেশের অন্যতম নাট্য সংগঠন প্রাচ্যনাট প্রতিবছরের মতো এ বছরও আয়োজন করেছে ‘লালযাত্রা’। দেখুন এবারের ‘লালযাত্রা’র ছবি।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি) থেকে রোববার বিকেল সাড়ে পাঁচটায় প্রাচ্যনাটের সদস্য ও সুভাকাঙ্ক্ষীরা ১৯৭১ সালের ভয়াল কালরাতের স্মরণে এ ‘লালযাত্রা’র আয়োজন করে। কালো পোশাক পরে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করছে সেই দিনের কথা। ছবি: মাহবুব আলম
-
গণহত্যার প্রতীকী আয়োজন। ছবি: মাহবুব আলম
-
প্রাচ্যনাটের সবাই হেঁটে যায় স্মৃতি চিরন্তন চত্বর (ফুলার রোড সড়কদ্বীপ) পর্যন্ত। এ সময় গাওয়া হয় ‘ধনধান্য পুষ্পভরা’সহ কয়েকটি দেশের গান। ছবি: মাহবুব আলম
-
শহীদদের স্মরণে প্রাচ্যনাটের সদস্যরা ফুল ছড়িয়ে দিচ্ছেন। সেই সঙ্গে স্মৃতি চিরন্তন চত্বরে সব শহীদের প্রতি সম্মানার্থে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শেষ হয় ‘লালযাত্রা’। ছবি: মাহবুব আলম
-
নয় বছর ধরে নিয়মিতভাবে ‘লালযাত্রা’র মাধ্যমে শহীদদের স্মরণ করছে প্রাচ্যনাট। ছবি: মাহবুব আলম
-
‘লালযাত্রা’র কালরাতের গণহত্যার প্রতীকী চিত্র। ছবি: মাহবুব আলম
-
শিল্পী রাহুল আনন্দের মূল ভাবনায় সাজানো হয়েছে এবারের ‘লালযাত্রা’। ২৫ মার্চ ভয়াল কালরাতের শহীদের তাজা রক্তে ভিজে রাঙা হলো পলাশ, শিমুলসহ হরেক রঙের ফুল। ছবি: মাহবুব আলম