নিরাপদ সড়কের দাবিতে উত্তাল রাজধানী
মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর প্রগতি সরণি এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হয়। তাই এর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল রাজধানীর বিভিন্ন এলাকা।
-
রাস্তা অবরোধ করে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা।
-
রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকায় রাস্তা বন্ধ করে আন্দোলন করছেন উত্তরা ইউনিভার্সিটিসহ কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে করে ব্যস্ততম এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
-
সকাল থেকেই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।
-
‘রাজপথে ভাইয়ের রক্ত কেনো?’-বুকে পিঠে এমন স্লোগান নিয়ে রাজপথে সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী ইউসুফ।
-
শিক্ষার্থীদের আন্দোলনের ফলে গাড়ি চলাচল বন্ধ থাকায় রাজধানীর আজিমপুরের বাসস্টান্ডে অফিসগামী লোকজন আটকে পড়েছে।
-
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
-
‘মৃত্যু পরিবহন বন্ধ কর’- লেখা প্লাকার্ড নিয়ে রাস্তায় জড়ো হয়েছে শিক্ষার্থীরা।
-
রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকার রাস্তা আটকে রেখেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
-
পুরান ঢাকার রাজপথ ছাত্রদের আন্দোলনে উত্তাল।