ডাকসু নির্বাচনে ভোটগ্রহণের ছবি
সুদীর্ঘ ২৮ বছর ১০ মাস পর আজ (১১ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে ‘দেশের মিনি পার্লামেন্ট’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল সংসদের নির্বাচন।
-
লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীরা। সকাল ৮টায় শুরু হওয়া এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে দুপুর ২টা পর্যন্ত। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ছাত্রীরা সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। ১৮ হলে প্রস্তুত করা হয়েছে ৫০৮টি বুথ। ৪২ হাজার ৯২৩ ভোটারের জন্য এসব বুথ তৈরি করা হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
উৎসাহ উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা ভোট দিতে এসেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে ছাত্রীরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বিভিন্ন স্থানে পড়ে থাকা ডাকসু নির্বাচনী প্রচারপত্র ডাস্টবিনে ফেলছেন এক পরিচ্ছন্নতাকর্মী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে স্বতন্ত্র জোট অরণি-শাফী পরিষদ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ডাকসু নির্বাচন উপলক্ষে গণমাধ্যকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
কোটা আন্দোলনের নেতা ও ডাকসু নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী নুরুল হক নুরকে পিটিয়েছে ছাত্রলীগের নারী প্রার্থীরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ