চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষত
রাজধানীর চকবাজারে ২১ ফেব্রুয়ারি রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬৭ জনের প্রাণহানি ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে দালন-কোঠাও। এবার দেখুন চকবাজারের আগুনে ক্ষত।
-
আগুনে পুড়ে একটি কক্ষের সব ছাই হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
প্লাস্টিকের ড্রাম আগুনের তাপে সংকুচিত হয়ে গেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আগুনের তাপে দালানের টাইলস ও আস্তরণ খসে পড়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হাজী ওয়াহেদ ম্যানশনের দোতলার কেমিক্যাল বিস্ফোরণ থেকে হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আগুনে ক্ষতিগ্রস্ত একটি কক্ষ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আগুনের তীব্রতার কারণে গাড়ির সিলিন্ডারগুলো কয়েক মিনিট পর বিস্ফোরিত হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
গ্যাসের লাইন পুড়ে নষ্ট হয়ে গেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিল্ডিংয়ের ছবি তুলছেন একজন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
চকবাজার এলাকা ঝুঁকিপূর্ণ হওয়ায় এখনও সেখানে ফায়ার সার্ভিসের আগুন নেভানোর কাজে ব্যবহার করা গাড়ি অবস্থান করছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
অগ্নিকাণ্ডের পর চকবাজারের চুড়িহাট্টার পরিবেশ আবার স্বাভাবিক হচ্ছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ