ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুপুরী চকবাজারের হৃদয়বিদারক দৃশ্য
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ অন্তত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। ছবিতে দেখুন অগ্নিকাণ্ডের ছবি।
-
চিরচেনা এই গলিটি দেখে কোনোভাবেই চেনা যাচ্ছে না। এ যেন এক ধ্বংসপুরী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বিভিন্ন স্থান থেকে ধ্বংলীলা দেখছে এসেছে মানুষ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আগুনে পুরে সব ছাই হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ফারায় সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
চুড়িহাট্টায় ফায়ার সার্ভিসের অস্থায়ী তথ্য কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে। সেখান থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত তাদের উদ্ধার অভিযানে ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
প্রতিটি বিল্ডিংয়ের প্রতিটি কক্ষ তল্লাশি শেষে ক্ষয়ক্ষতির বিষয়ে পুরো তথ্য দেয়া সম্ভব হবে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য দেখতে এসেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
অগ্নিকাণ্ডের স্থান দেখতে আসা উৎসাহী মানুষের ভিড়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
অগ্নিকাণ্ডে হারানো স্বজনের ছবি সাংবাদিকদের দেখাচ্ছেন এক নারী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ফারার সার্ভিসকর্মীরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
স্বজন হারানো আহাজারি করছেন এক নারী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার তৎপরতা। ছবি: বিপ্লব দিক্ষিৎ