পাঠকের পদভারে মুখরিত বইমেলা প্রাঙ্গণ
বাংলা একাডেমির আয়োজনে রাজধানীতে চলছে অমর একুশে বইমেলা। প্রতিদিনই এ মেলায় পাঠকদের উপস্থিতি বাড়ছে। বইমেলার মাঠ পাঠকের পদভারে মুখরিত হচ্ছে।
-
একটি স্টলে পাঠকরা তাদের পছন্দের বই খুঁজছেন। বইয়ের স্টলকর্মীরা জানিয়েছেন বইয়ের বেচা-বিক্রি ভালোই হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
শিশুদের একটি বইয়ের স্টলে শিশু পাঠকদের ভিড়। বইমেলায় আসতে পেরে তারা সবাই আনন্দিত। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
দিনের আলো শেষে বইমেলা নেমে এসেছে রাতের আঁধার। তবুও বিজলী বাতি ও জ্ঞানের আলোয় আলোকিত বইমেলার প্রাঙ্গণ। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
অমর একুশে গ্রন্থমেলার ষষ্ঠ দিন। গ্রন্থমেলা চলে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলায় আজ নতুন বই এসেছে ১৫২টি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
তাম্রলিপি নামের একটি স্টলে পাঠকের ভিড়। পাঠকরা তাদের প্রিয় লেখকের বই কিনছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
কথা প্রকাশের স্টলে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বইমেলায় এবারের নতুন সংযোজন লেখক-পাঠকের মুখোমুখি হওয়া মঞ্চ লেখক বলছি। ছবি : বিপ্লব দিক্ষিৎ