বর্ণমালার মিছিলে সিলেটে অমর একুশের মাস বরণ
বর্ণমালার মিছিল আর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নিল সিলেটবাসী। ছবিতে দেখুন বর্ণমালার মিছিল।
-
হাতে লাল-সবুজের পতাকা আর ‘অ, আ, ক, খ’ বর্ণমালা এবং ১৯৫২, ১৯৭১ লেখা প্লাকার্ড নিয়ে মিছিলে অংশ নেন সিলেটের সাংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি : মিঠু দাস জয়
-
শহীদ মিনারে মিছিলটিকে নৃত্যশিল্পীরা ভাষার গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে বরণ করে নেয়। ছবি : মিঠু দাস জয়
-
বর্ণমালার মিছিলটি নগরের সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। ছবি : মিঠু দাস জয়
-
বর্ণমালা রক্ষায় প্রতীকী আন্দোলনে নতুন প্রজন্মের শিশুরা। ছবি : মিঠু দাস জয়
-
আয়োজক সংগঠন সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু বলেন, এটি বর্ণমালার মিছিলের ষষ্ঠবারের আয়োজন। ছবি : মিঠু দাস জয়
-
নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতে এই বর্ণমালার মিছিলে আয়োজন করা হয়। ছবি : মিঠু দাস জয়
-
ভাষার গানে শহীদ নৃত্য করছে শিশুরা। ছবি : মিঠু দাস জয়