কালীগঞ্জের দেড়শ বছরের পুরনো বকুল তলার গ্রামীণ মেলা
শুরু হয়েছে প্রায় দেড়শ বছরের পুরনো গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যার তীরে বকুল তলার গ্রামীণ মেলা। এই মেলাটি শুরুতে সনাতন ধর্মাবলম্বীদের জন্য হলেও বর্তমানে তা সকল ধর্মের মানুষের উৎসবে পরিণত হয়েছে।
-
মেলায় বিক্রি হচ্ছে মাটির জিনিসপত্র। সরেজমিনে দেখা যায়, সকালের কুয়াশা কাটতেই মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে নানার বয়সী মানুষের পদচারণায়। ছবি : আবদুর রহমান আরমান
-
দূরদূরান্ত থেকে আসা মানুষজন মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে। ছবি : আবদুর রহমান আরমান
-
শিশুদের খেলনা পুতুলের দোকান। ছবি : আবদুর রহমান আরমান
-
মেলায় মিষ্টান্নের দোকান। জানা যায়, মাসব্যাপী আয়োজনে শুরু হয়েছে গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে বকুল তলার মাঘ মেলা। ছবি : আবদুর রহমান আরমান
-
কথা হয় মেলায় আগত শিশু দর্শনার্থী উপজেলার কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাশেদ্বীন সরকার রূপণের (১০) সাথে। ছবি : আবদুর রহমান আরমান