‘হংসবলাকা’ বিমানের ককপিটে প্রধানমন্ত্রী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘হংসবলাকা’। বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এ উড়োজাহাজটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বিমানে ককপিটে বসেন।
-
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া দ্বিতীয় ড্রিমলাইনার উড়োজাহাজ ‘হংসবলাকা’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
ফিতা কেটে বিমান উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী।
-
বিমানের ককপিটে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী।
-
বিমানের বিভিন্ন অংশ ঘুরে দেখছেন প্রধামন্ত্রী।
-
প্রধানমন্ত্রী ‘হংসবলাকা’ বিমানের আসনে বসে আছেন।
-
আগামী ১০ই ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে ‘হংসবলাকা’।
-
শেখ হাসিনা ২৭১ আসনের এ উড়োজাহাজটিতে উঠে ককপিটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এক পর্যায়ে তিনি বিমানের ককপিটে পাইলটের আসনে বসেন। বিমানটির হংসবলাকার নামকরণও করেছেন প্রধানমন্ত্রী।
-
ঢাকা-লন্ডন ফ্লাইটের মধ্য দিয়ে এটি প্রথম বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু করবে।
-
বিমানটি উদ্বোধনের পর বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
-
বিমানের ভেতরের অংশ ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী।