ভিকারুননিসার সামনে অরিত্রির বন্ধুদের বিচারের দাবিতে প্রতিবাদ
শিক্ষার্থী অরিত্রি অধিকারীকে ‘আত্মহত্যায় প্ররোচনা’ দিয়ে মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য করার প্রতিবাদে আবারও সড়কে নেমেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা।
-
বুধবার সকাল পৌনে ১০টা থেকে সহপাঠীর আত্মহত্যার প্ররোচনাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে শিক্ষার্থীরা। ছবি : মাহবুব আলম
-
‘সুইসাইড ইজ নট এ জোক’-লেখা প্রতিবাদের প্লাকার্ড নিয়ে ছাত্রীরা স্লোগান দিচ্ছে। ছবি : মাহবুব আলম
-
প্লাকার্ড নিয়ে প্রতিবাদ জানাচ্ছে খুদে শিক্ষার্থী। ছবি : মাহবুব আলম
-
মাশনুর রহমান নামে এক শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা নিয়মিত রাস্তায় নামব। আর কেউ যেন এমন মৃত্যুর শিকার না হয় -সেটি নিশ্চিত করতেই আমাদের এ উদ্যোগ। ছবি : মাহবুব আলম
-
প্রতিবাদে ও শোকে ভিকারুননিসার সামনে একাট্টা শিক্ষার্থীরী। ছবি : মাহবুব আলম
-
বিভিন্ন রকমের স্লোগান লেখা প্লাকার্ড নিয়ে প্রতিবাদ জানাচ্ছে শিক্ষার্থীরা। ছবি : মাহবুব আলম
-
হ্যান্ড মাইকে একজন অভিভাবক প্রতিবাদ জানাচ্ছেন। ছবি : মাহবুব আলম
-
সহপাঠী হারানো প্রতিবাদ জানাচ্ছে এক শিক্ষার্থী। ছবি : মাহবুব আলম
-
ভিকারুননিসার নবম শ্রেণির শিক্ষার্থী তানজিদা আক্তার বলে, আমাদের সহপাঠীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়নি, তাকে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছিল। ছবি : মাহবুব আলম
-
‘গভর্নিং বডির পদত্যাগ চায়’-প্লাকার্ড দেখাচ্ছে শিক্ষার্থীরা। ছবি : মাহবুব আলম