শুকরানা মাহফিলে সোহরাওয়ার্দী উদ্যানে মাদরাসা শিক্ষার্থীদের ঢল
সোহরাওয়ার্দী উদ্যানে মাদরাসা শিক্ষার্থীদের ঢল। দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর সমমান মর্যাদা দেয়ায় আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের উদ্যোগে সোহরাওয়ার্দীতে আয়োজিত শুকরানা মাহফিল যোগ দিতে মাদরাসা শিক্ষার্থীদের এ ঢল নামে।
-
রোববার (৪ নভেম্বর) শুকরানা মাহফিল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময় সকাল ১০টা থাকলেও রাত পোহাবার আগেই সমাবেশস্থলে হাজির হয়েছেন হাজারও মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ভোর পৌনে ৬টায় সরেজমিন দেখা গেছে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমির গেট দিয়ে মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীরা লাইন ধরে প্রবেশ করছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মাদরাসার ছাদ্র শিক্ষকদের উপস্থিতে যেন তিল ধারণের ঠাঁই নেই। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ফজরের নামাজের পর থেকেই উদ্যানে প্রবেশ শুরু হয়। শাহবাগ, নিউমার্কেট ও দোয়েল চত্বরের সামনে পুলিশসহ আইন-শৃংখলাবাহিনীর সদস্যরা আগতদের তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী দোয়েল চত্বরের সামনে দিয়ে ভেতরে প্রবেশ করছেন। গোটা ক্যাম্পাস ও সমাবেশ স্থলের ভেতরে বাইরে শত শত পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
দেশের বিভিন্ন জেলা থেকে মাদরাসার এই ছাত্ররা শুকরানা মাহফিলে যোগ দিয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
শুকরানা মাহফিলে অংশ নিতে পেরে সবাই আনন্দিত। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে সবাই। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
শুকরানা মাহফিল উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
উদ্যানের সীমানা প্রাচীর টপকিয়ে ভেতরে যাচ্ছে অনেক ছাত্ররা। ছবি : বিপ্লব দিক্ষিৎ