রায়ে আইনজীবীদের আনন্দ প্রকাশ
প্রকাশিত: ০২:০০ পিএম, ১০ অক্টোবর ২০১৮
আপডেট: ০২:০০ পিএম, ১০ অক্টোবর ২০১৮
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় করা হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ রায়ে আনন্দ প্রকাশ করেছে পরে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
-
সেলফি তুলছেন এক আইনজীবী। বুধবার (১০ অক্টোবর) সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে অবস্থিত ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করেন। ছবি : মাহবুব আলম
-
গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আইনজীবীরা। ছবি : মাহবুব আলম
-
আসামীদের প্রিয়জন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : মাহবুব আলম
-
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বহনকারী গাড়ি। ছবি : মাহবুব আলম
-
দ্রুত বিচার ট্রাইব্যুনাল এলাকায় পুলিশের ব্যাপক নিরাপত্তা। ছবি : মাহবুব আলম