বাংলাদেশ-ভারত উভয় দেশই বাণিজ্য বাড়াতে আগ্রহী
দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব) করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ-ভারত দুই দেশ।
-
বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বক্তব্য দিচ্ছেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী ও শিল্প এবং অসামরিক বিমানমন্ত্রী শ্রী সুরেশ প্রভু। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বৈঠক শেষে ভারতের মন্ত্রী শ্রী সুরেশ প্রভু বলেন, বাংলাদেশ ভারতের ব্যবসায়ীক চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বৈঠকে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ করার বিষয়ে দুই দেশ যৌথভাবে একমত হয়েছে। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের রূপান্তর হতে চলেছি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বৈঠকে ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলাসহ দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
দুই দেশের বাণিজ্য নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী ও শিল্প এবং অসামরিক বিমানমন্ত্রী শ্রী সুরেশ প্রভু। ছবি : বিপ্লব দিক্ষিৎ