৮ম কমিউনিকেশন সামিট অনুষ্ঠিত
‘সৃজনশীলতা অপরিহার্য’-এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো ৮ম কমিউনিকেশন সামিট।
-
শনিবার রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এ সামিটে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিপণন ও বিজ্ঞাপন সংস্থার প্রায় সাড়ে ৩শ’ জন অতিথি অংশগ্রহণ করেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বাংলাদেশে ব্যবসা ও মার্কেটিংয়ে সৃজনশীলতা প্রসারে কমিউনিকেশন সামিট হচ্ছে সবচেয়ে বড় প্লাটফর্ম, যেখানে দেশি বিদেশি নামকরা সব বিজ্ঞাপন ও মার্কেটিং বিশেষজ্ঞগণ সম্মিলিত হন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সামিটের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তি নির্ভর এ যুগে বিজ্ঞাপন শিল্প ও ব্র্যান্ড প্রতিষ্ঠায় সৃজনশীলতাই মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এ বছর ২৩টি ক্যাটাগরিতে কমওয়ার্ড এর জন্য আবেদন জমা পড়েছিল ৪৮৭টি। তার মধ্য থেকে সর্বমোট ৮৫টি ক্যাম্পেইনকে পুরস্কৃত করা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
একজনকে পুরস্কার প্রদান করা হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ