ঈদ উদযাপনে বাড়ি ফেরা
ঈদ করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন সবাই।
-
নির্দিষ্ট ট্রেন ধরতে কমলাপুর স্টেশনে এসে উপস্থিত হয়েছেন ঘরমুখো যাত্রীরা। কমলাপুর স্টেশনে এখন শুধু মানুষ আর মানুষ। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ট্রেনে উঠছেন যাত্রীরা। সবার উদ্দেশ্য একটাই প্রিয়জনদের কাছে ফেরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
কে কার আগে ট্রেনে উঠতে পারে চলছে সেই প্রতিযোগিতা চলছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বাড়ি ফেরার যাত্রায় অন্যতম বিড়ম্বনার নাম হচ্ছে প্রচণ্ড গরম। গরমের হাত থেকে বাঁচতে এই নারী তার সন্তানদের হাতপাখা দিয়ে বাতাস করছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
অনেক অপেক্ষার পরে ট্রেন পেয়েছেন এই যাত্রীরা। তাই লাইন ধরে ট্রেনে উঠছেন সবাই। বাড়ি ফিরছেন বলে যাত্রা পথের অনেক কষ্টের মাঝেও সবার মুখে সুখের হাসি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ট্রেনের জন্য অপেক্ষায় আছেন এই যাত্রীরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বাড়ি যেতে পারার আনন্দে সবাই আত্মহারা। তাই হাত নাড়িয়ে আনন্দ প্রকাশ করছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনে উঠছেন। বাড়ি যাওয়ার আনন্দে যেন ঝুঁকির কথাও ভুলে গেছেন সবাই! ছবি : বিপ্লব দিক্ষিৎ