রাজধানীর আফতাব নগরে কুরবানির পশুর হাট
আর মাত্র কয়েকদিন পরই সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এ লক্ষ্যে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলো ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব হাটে কুরবানির পশু আনতে শুরু করেছেন ব্যবসায়ীরা।
-
রাজধানীর আফতাব নগরের কুরবানির পশুর হাট জমে উঠতে শুরু করেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ট্রাকে করে দেশের বিভিন্ন স্থান থেকে কুরবানির পশু আনা হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
হাটে সারিবদ্ধভাবে কুরবানির গরুগুলো বেঁধে রাখা হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এখানে বসে কুরবানির পশু ব্যবসায়ীরা বিশ্রাম নিচ্ছেন। দিন-রাত পশু নিয়ে ছোটাছুটি করতে গিয়ে সবাই ক্লান্ত। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এখনও পশুর হাটে ক্রেতার ভিড় জমতে শুরু করেনি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
কুরবানির পশু ও ব্যবসায়ীরা হাটে যেন একই সঙ্গে বসবাস করছে! ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
হাটে গরু নিয়ে ছুটছেন এক ব্যবসায়ী। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
হাটে আনা গরুকে খৈল, পানি খাওয়ানোর জন্য পানির বালতিসহ বিভিন্ন সরঞ্জামের বিক্রেতারাও এসেছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বিক্রির জন্য হাটে আনা গরুগুলোকে ট্রাক থেকে নামানো হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
গরু ব্যবসায়ীরা খারার জন্য পানি সংগ্রহ করছেন অস্থায়ী টিউবওয়েল থেকে। ছবি : বিপ্লব দিক্ষিৎ