রাজশাহীর রাস্তায় প্রতিবাদী শিক্ষার্থীরা
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৪ আগস্ট ২০১৮
আপডেট: ০৫:২৮ পিএম, ০৪ আগস্ট ২০১৮
নিরাপদ সড়ক চাই দাবিতে সকাল থেকে রাজশাহীর রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। তাদের জন্য চকলেট ও পানি হাতে নেমেছে পুলিশও।
-
শনিবার সকালে সাড়ে ১০টার থেকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে পুলিশ বাহিনীর সদস্যরাও।
-
নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসা শিশু সঙ্গে সেলফি তুলছেন এক পুলিশ অফিসার।
-
‘উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে স্লোগান মুখর শিক্ষার্থীদের জমায়েত।
-
আন্দোলনরত ছাত্রদের পানি পান করাচ্ছেন এক পুলিশ সদস্য।
-
রাস্তায় আটকে আছে অসংখ্য গাড়ি।
-
আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড হাতে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এ কর্মসূচিতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
-
দ্বিতীয় দিনের মত শনিবারও রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।