প্রধানমন্ত্রীর সংবর্ধনায় জনস্রোত
এবারের আয়োজন প্রধানমন্ত্রী শেখ হসিনার সংবর্ধনা অনুষ্ঠানে আসা জনতার ছবি নিয়ে।
-
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়ার জন্য নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন সকাল থেকেই। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
দলে দলে ব্যানার-ফেস্টুন ও মিছিলের পাশাপাশি ঢাকঢোল বাজিয়ে গণসংবর্ধনা স্থলের দিকে এগিয়ে চলছেন। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো প্রাঙ্গণ। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বঙ্গবন্ধুপ্রেমী ৬৫ বছর বয়সী জাহেদ আলী প্রতীকী নৌকায় চড়ে যাচ্ছেন সংবর্ধনায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীসহ আশপাশের জেলা থেকে আগত নেতাকর্মীদের ঢল পরিণত হয়েছে জনসমুদ্রে। আর এই জনস্রোত সব গিয়ে মিলছে সোহরাওয়ার্দী উদ্যানে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনস্রোতও বাড়তে থাকে। আজ (শনিবার) বিকেল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই আনাগোনা নেতাকর্মীদের। আওয়ামী লীগ নেতারা আশা করছেন তিন লক্ষাধিক লোকের সমাবেশ ঘটবে এ গণসংবর্ধনায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সংবর্ধনা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মিছিলসহকারে সংবর্ধনা স্থলে যাচ্ছে নেতা-কর্মীরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বর্ণিল আয়োজনে সংবর্ধনা স্থলে যাচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ