নুহাশপল্লীতে কলম জাদুকর হুমায়ূনকে স্মরণ
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৯ জুলাই ২০১৮
আপডেট: ০৫:০৪ পিএম, ১৯ জুলাই ২০১৮
জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার অদূরে নুহাশপল্লীতে নানা আয়োজন করা হয়।
-
নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের কবর জিয়ারত, কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খানী, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
-
এখানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন বাংলা সাহিত্যের কলম জাদুকর খ্যাত কীর্তিমান পুরুষ হুমায়ূন আহমেদ।
-
প্রিয় লেখক হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে হিমু পরিবহনের সদস্যরা।
-
সিটিজেন ক্যাবলস এর পাক্ষ থেকে হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি জানাতে আসছে প্রতিষ্ঠানের সদস্যরা।
-
শ্রদ্ধা জানাতে এসেছে চেতনায় হুমায়ূন হৃদয় বাংলাদেশ।
-
শ্রদ্ধা জানাতে হলুদ সাজে এসেছে হিমু পরিবারের সদস্যরা।