জাতীয় রফতানি ট্রফি পেল প্রাণ-আরএফএল গ্রুপের ৪ প্রতিষ্ঠান
দেশের অর্থনীতিকে সমৃদ্ধ ও সুসংহত করার জন্য রফতানি বাণিজ্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের ৪ প্রতিষ্ঠান পেয়েছে জাতীয় রফতানি ট্রফি ও সনদ। ২০১৪-১৫ অর্থবছরে রফতানির জন্য এ ট্রফি প্রদান করা হয়।
-
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ট্রফি প্রদান করেন। ছবি : মাহবুব আলম
-
প্রাণ ডেইরি লিমিটেডের প্রাপ্ত স্বর্ণপদক বাণিজ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করেন প্রাণের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। ছবি : মাহবুব আলম
-
প্রাণ এগ্রো লিমিটেড-এর প্রাপ্ত রৌপ্য পদক বাণিজ্যমন্ত্রীর হাত থেকে গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপ-এর পরিচালক (কার্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী। ছবি : মাহবুব আলম
-
ডিউরেবল প্লাস্টিকস লিমিটেডের প্রাপ্ত রৌপ্য পদক গ্রহণ করেন আরএফএল প্লাস্টিকের পরিচালক রথীন্দ্র নাথ পাল (আর এন পাল)। ছবি : মাহবুব আলম
-
ময়মনসিংহ এগ্রো লিমিটেড-এর রফতানি ব্রোঞ্জ পদক গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার মো. মিজানুর রহমান। ছবি : মাহবুব আলম
-
রফতানি ট্রফি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি : মাহবুব আলম